Print Date & Time : 31 July 2025 Thursday 8:35 pm

দুই ভাইকে কুপিয়ে হত্যা প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় দুই ভাইকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাহার রাশেদ, নিহত রাকিবের মা রাবি বেগম, বোন বিউটি বেগম, বারি মাতুববর, মো. সাবুল শেখ প্রমুখ। মানববন্ধন শেষে পৌরসভার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়ে। উল্লেখ্য, গত ২৪ আগস্ট মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। ওইদিন সকাল ৭টায় ভাঙ্গা উপজেলায় হাওলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শামীম ও রাকিব। তারা সম্পর্কে আপন দুই ভাই।

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৭ জনের নামে মামলা করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। বাকি আসামিদের আটকের জন্য আভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।