দুই মামলায় আসিফ নজরুলের জামিন

??? ?????? ???? ??????? ?????

শেয়ার বিজ ডেস্ক: দুই মামলায় জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।আজ মঙ্গলবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারা ও মানহানির মামলায় আসিফ নজরুলের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট এই রায় দেন।

আদালতে আসিফ নজরুলের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, মানহানির মামলায় আদালত ১০ সপ্তাহের এবং তথ্যপ্রযুক্তি আইনের মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আদালত আগাম জামিন দিয়েছেন।

আসিফ নজরুলের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আসিফ নজরুলের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে নৌমন্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। অথচ ওই ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে ফেসবুকে তিনি বিভিন্ন সময়ে সবাইকে সতর্ক করেছেন। আসিফ নজরুল একজন সম্মানিত ব্যক্তি ও দেশের সচেতন নাগরিক। তাই আদালত বিষয়টি আমলে নিয়ে আগাম জামিন দিয়েছন।

এছাড়া মঙ্গলবার তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় নৌমন্ত্রীর বোনের ছেলে সৈয়দ আসাদউজ্জামান মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন। তবে আদালত মামলাটি গ্রহণ করেননি। পরে বৃহস্পতিবার তিনি তথ্যপ্রযুক্তি আইনে মাদারীপুর সদর থানায় আসিফ নজরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল সোমবার সকালে এটি মামলা হিসেবে নেওয়া হয়। একই ঘটনায় ২৪ নভেম্বর আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়।