দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং তিনজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৫৮ হাজার ৪৭৮। একই সময় এ রোগে মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৬৯। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর মোট সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ১৯০। একই সময় এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।