দুই মূল্যসূচক সমন্বয় করেছে সিএসই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাজ পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। নতুন করে পাঁচটি কোম্পানিকে যুক্ত করে আগের পাঁচটি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। এটি আগামী ২২ মে থেকে কার্যকর হবে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো-বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, ক্রাউন সিমেন্ট, আইটি কনসালটেন্টস, সেনা ইন্স্যুরেন্স ও ওয়াল্টন হাই টেক ইন্ডাস্ট্রিজ। এদিকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো-আমরা নেটওয়ার্কস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক এশিয়া, লাফার্জহোলসিম বাংলাদেশ ও মতিন স্পিনিং মিলস।

নতুন করে যুক্ত করে পাঁচটি কোম্পানিসহ ৩০ কোম্পানির নাম হলো-বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিএসআরএম স্টিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ক্রাউন সিমেন্ট, ডিবিএইচ ফাইন্যান্স, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আইডিএলসি ফাইন্যান্স, আইটি কনসালটেন্টস, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, স্কয়ার টেক্সটাইলস, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, উত্তরা ব্যাংক ও ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ।

উল্লেখ্য, সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন পুঁজিবাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৩১ দশমিক ৪৬ শতাংশ। ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৩৭ দশমিক ১৯ শতাংশ।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাজ পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। নতুন করে চারটি কোম্পানিকে যুক্ত করে আগের চারটি কেম্পানিকে বাদ দেয়া হয়েছে। এটি আগামী ২১ মে থেকে কার্যকর হবে।

নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলোÑমেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
বিপরীতে ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো-বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, জেনেক্স ইনফোসিস, অরিওন ফার্মা লিমিটেড ও সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা।

নতুন করে যুক্ত চারটি কোম্পানিসহ ৫০টি কোম্পানির নাম হলো-এবি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন কেব্ল, ব্যাংক এশিয়া, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বিডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, যমুনা ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, লাফার্জহোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড কোম্পানি, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রবি অ্যাজিয়াটা, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, সামিট পাওয়ার, দি একমি ল্যাবরেটরিজ, দি প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, উত্তরা ব্যাংক ও ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

সিএসই-৫০ ইনডেক্স-এ অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন পুঁজিবাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৭০ দশমিক ৪৭ শতাংশ। ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৭০ দশমিক ৩০ শতাংশ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর গত ২০২৪ সালের ডিসেম্বরে আর্থিক বছরের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবসার পরিমাণ হলো ৭০ দশমিক ৯৯ শতাংশ।