Print Date & Time : 19 July 2025 Saturday 1:18 am

দুই শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নাইকির

 

শেয়ার বিজ ডেস্ক: ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি দুই শতাংশ বা প্রায় এক হাজার ৬০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কম মুনাফা অর্জিত হওয়ায় প্রতিষ্ঠানটি খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে কর্মী ছাঁটাই করছে। খবর: রয়টার্স।

নাইকির বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী আডিডাস, পুমা ও জেডি স্পোর্টসও চলতি বছরে কম মুনাফার পূর্বাভাস দিয়েছে। কারণ ক্রেতারা তাদের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিচ্ছেন। ক্রেতারা বাড়িভাড়া ও সুদহার বৃদ্ধির জন্য কেনাকাটা কমিয়ে দিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে নাইকি জানায়, আগামী তিন বছরের মধ্যে দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার সঞ্চয় করা হবে। কিছু পণ্যের সরবরাহ কমিয়ে সরবরাহ ব্যবস্থাকে উন্নত করে, ব্যবস্থাপনার ধাপ কমিয়ে ও অটোমেশনের ব্যবহার বাড়িয়ে প্রতিষ্ঠানটি এই অর্থ সঞ্চয় করবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কর্মীদের বকেয়া ও অন্যান্য পাওনা বাবদ ৪০০ থেকে ৪৫০ মিলিয়ন ডলার খরচ হবে তাদের।

প্রতিষ্ঠানটির একটি নথি থেকে জানা যায়, ২০২৩ সালের মে মাসের আগ পর্যন্ত তাদের প্রায় ৮৩ হাজার ৭০০ কর্মী ছিল।

গ্লোবাল ডেটার ব্যবস্থাপনা পরিচালক নিল স্যান্ডার্স বলেন, নাইকির কর্মী ছাঁটাই হলেও চাহিদায় কোনো পরিবর্তন আসবে না।

নাইকি এরই মধ্যে কিছু নতুন ব্র্যান্ড যেমন ডেকার আউটডোরসের হোকা এবং অন হোল্ডিংয়ের কাছে তাদের খুচরা বিক্রির বাজার হারিয়েছে। নতুন এসব প্রতিষ্ঠানের জুতা গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

নাইকির কর্মী ছাঁটাইয়ের ঘোষণাটি প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি জানিয়েছে, নাইকির এই ছাঁটাই প্রক্রিয়ার প্রথম ধাপ এরই মধ্যে শুরু হয়ে গেছে। চলতি ত্রৈমাসিকের শেষ নাগাদ ছাঁটাই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষ হবে। নাইকির কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত তাদের স্টোর ও ডিস্ট্রিবিউশন সেন্টার বা ইনোভেশন টিমের কর্মীদের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে প্রতিবেদনে

বলা হয়েছে।