Print Date & Time : 28 August 2025 Thursday 10:23 am

দুই সহযোগী কোম্পানির সাথে একীভূত হচ্ছে রেনাটা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেটানার পরিচালনা পর্ষদ দুই সহযোগী কোম্পানির সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রেনাটা তার সহযোগী প্রতিষ্ঠান রেনাটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং পুনর্ভা লিমিটেডের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর সহযোগী প্রতিষ্ঠানের সাথে একীভূত হবে রেনাটা।

কোম্পানি আইন-১৯৯৪-এর ধারা ২২৮ এবং ২২৯-এর বিধান অনুসারে কোম্পানি দুটির সব সম্পদ এবং দায়সহ একীভূত হওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে রেনাটার পরিচালনা পর্ষদ।