Print Date & Time : 11 September 2025 Thursday 5:29 pm

দুই হাজার কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

শেয়ার বিজ ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন।
গতকাল শনিবার এ দাবি করে জেলেনস্কি বলেন, পাল্টা আক্রমণের মুখে পালিয়ে রুশ সেনাবাহিনী সঠিক কাজটিই করছে।

জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, সেপ্টেম্বর শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন বাহিনী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা মুক্ত করতে পেরেছে।

তবে তিনি বর্গকিলোমিটারের কথাই বুঝিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি। কারণ, বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, তাদের বাহিনী রুশ সেনাবাহিনীর দখল থেকে এক হাজার বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।

জেলেনস্কি বলেন, গত কদিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালো দিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তিনি আরও বলেন, দখলদারদের কোনো স্থান ইউক্রেনে নেই। কখনও হবেও না।