শেয়ার বিজ ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। খবর রাইজিংবিডি।
গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বানু উপজেলার হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় সেবা ডায়াগনস্টিক সেন্টার এবং লামিয়া মেমোরিয়াল ডিজিটাল ল্যাবের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।
পরে উপজেলা নির্বাহী অফিসার ডায়াগনস্টিক সেন্টারের কোনো কাগজপত্র না থাকায় সিলগালা করে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল।