Print Date & Time : 4 August 2025 Monday 5:42 am

দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা

শেয়ার বিজ ডেস্ক: দুবাই এয়ার শোতে বোয়িংয়ের কাছ থেকে আরও দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং গতকাল রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। খবর: বিডিনিউজ।

এ ধরনের উড়োজাহাজ ৫৮ কোটি ৫০ লাখ ডলারে বিক্রি করে বোয়িং। তবে বাংলাদেশ তার চেয়ে অনেক কম দামে উড়োজাহাজ দুটি পেতে যাচ্ছে বলে এর আগে ধারণা দিয়েছিলেন বাংলাদেশের কর্মকর্তারা। বিমানের বহরে এখন চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারসহ মোট ১৬টি উড়োজাহাজ আছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ ভাড়া করা।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল মুহাম্মাদ এনামুল বারীকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, আমরা বিমানবহরের আধুনিকায়নে জোর দিচ্ছি, যাতে আধুনিক প্রযুক্তির নতুন উড়োজাহাজ নিয়ে আমরা আরও বেশি গন্তব্যে পৌঁছাতে পারি।