দুটি ব্যাংকের ৯০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি ও এনআরবিসি ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮০০তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সূত্রমতে, এবি ব্যাংকের অনুমোদনকৃত ৬০০ কোটি টাকার মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও ৬০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে। বন্ডটির অভিহিত মূল্য হবে এক হাজার টাকা। রেট হবে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এ বন্ডে অ-ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন ও বিভিন্ন স্বায়ত্তসাশিত প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক ফার্ম, যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। এর মাধ্যমে ব্যাংকটি টায়ার-১ মূলধন শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড, ইস্যু ম্যানেজার রিভার্সটোন ক্যাপিটাল ও আন্ডার রাইটার হিসেবে কাজ করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

অন্যদিকে, এনআরবিসি ব্যাংক ৩০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি আনসিকিউরড, ননকনভার্টেবল, ফুল্লি রেডিমেবল, ফ্লোটিং রেট ও সাব অর্ডিনেট বন্ড অনুমোদন করেছে বিএসইসি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট অফারের মাধ্যমে ইস্যু করা হবে। এর মাধ্যমে ব্যাংকটি টায়ার-২ মূলধন শক্তিশালী করবে। বন্ডের অফার মূল্য ধরা হয়েছে এক কোটি টাকা।

বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। উল্লেখ্য, বন্ডটিকে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্তির জন্য শর্ত আরোপ করা হয়েছে।