নিজস্ব প্রতিবেদক: স্বাধীন দুর্নীতি দমন কমিশন গড়ে তুলতে দুদকের নিয়োগ প্রক্রিয়াকে দলীয় প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, কমিশনের কর্মকর্তাদের ‘আমলাতান্ত্রিক আনুগত্য’ নির্মূল করতে হবে।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল রোববার ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলছিলেন ইফতেখারুজ্জামান।
এ সময় ইফতেখারুজ্জামান বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি, এমন একটি দুর্নীতি দমন কমিশন চাই, যেখানে নেতৃত্ব থেকে শুরু করে সব পর্যায়ে কোনো প্রকার দলীয় রাজনৈতিক প্রভাব থাকবে না। বিশেষ করে কমিশন নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার দলীয় প্রভাবে যেন নিয়োগ দেয়া না হয়, সেটি নিশ্চিত করতে হবে। সচিব ও মহাপরিচালক যারা আছেন, তাদের মধ্যে যে আমলাতান্ত্রিক আনুগত্য সেটি নির্মূল করতে হবে।”
জবাবদিহিমূলক শাসনকাঠামো গড়ে তোলার প্রত্যাশা রেখে নির্বাহী পরিচালক বলেন, সরকার যে কাজ করছে, তাতে ‘ওয়াচ ডগের’ ভূমিকা পালন করছে তরুণ প্রজš§। বৈষম্যবিরোধী আন্দোলন যে চেতনা থেকে হয়েছে, তাতে তরুণ প্রজš§ দেখিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তারা রক্ত দিতেও পারে।”
বিশ্বব্যাপী দুর্নীতি প্রতিরোধে জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ ‘ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট করাপশন’ (ইউএনসিএসি) গৃহীত হয়।
ওই বছর ৯ থেকে ১১ ডিসেম্বর মেক্সিকোতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলনে সনদটি স্বাক্ষরের উদ্দেশ্যে উš§ুক্ত করা হয়। স্বাক্ষর প্রদানের গুরুত্বকে স্মরণীয় রাখতে প্রতিবছর ৯ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালন করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০০৪ সাল থেকে দিবসটি উদ্যাপন করছে। মানববন্ধনে ধারণাপত্র পাঠ করেন টিআইবির উপ-সমন্বয়ক জাফর সাদিক। এতে বলা হয়, এই সরকারের কাছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার উপযোগী রাষ্ট্রকাঠামো ও পরিবেশ তৈরি করা।” এছাড়া দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে মানববন্ধন থেকে ১৪ দফা দাবি তুলে ধরা হয়। যত আয়োজন: স্থানীয় ও জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে টিআইবি। ‘নতুন বাংলাদেশ-দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্যে দিবসটি দেশে উদ্যাপন করা হচ্ছে।
স্থানীয় পর্যায়ে ৪৫টি জেলা ও উপজেলায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন, প্রশাসনের সঙ্গে যৌথভাবে র?্যালি, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠান, দুর্নীতিবিরোধী বিতর্ক, কুইজ ও ওরিয়েন্টেশন, জনসমাবেশ ও পথসভা, কার্টুন প্রদর্শনী, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম হাতে নিয়েছে।
দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানের ২৫ বছর পূর্তিতে ১৯৯৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পুরস্কার পাওয়া সাংবাদিকদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করা হয়েছে।
পাশাপাশি ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৩’ ঘোষণা, আলোচনা সভা ও গণমাধ্যমে কর্মরত নির্দিষ্টসংখ্যক সংবাদকর্মীদের ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ’ দেয়া হয়েছে।
এ ছাড়া দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি বয়সভিত্তিক বিভাগ, ডিজিটাল কার্টুন ও কমিক স্ট্রিপ বিভাগ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
টিআইবির প্রধান কার্যালয়ে প্রতিযোগিতার সেরা ৬০টি কার্টুন নিয়ে সোমবার থেকে প্রদর্শনী শুরু হচ্ছে, যা চলবে সপ্তাহব্যাপী।