দুদকে আন্তর্জাতিক নারী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে দিবসটি পালন করা হয়। জাগ্রত নারীশক্তি রুখবে সকল দুর্নীতি এই প্রত্যয়ে কেকে কেটে দিবসটি পালন করা হয়েছে।

অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক রেজানুর রহমান, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, দুদকের জ্যেষ্ঠ পরিচালক, সকল নারী কর্মকর্তা-কর্মচারী ও সিনিয়র সহ-সভাপতি, সার্ভিস অ্যাসোসিয়েশনের মহিলা বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্যরোধে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। ঘরে-বাইরে সর্বক্ষেত্রে নারীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে সভায় সকল কর্মকর্তারা প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজন প্রসঙ্গে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি উপপরিচালক মশিউর রহমান জানান, দুদকের ইতিহাসে প্রথমবারের মতো নারী দিবস পালন করা হলো। সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়নের মাধ্যমেই প্রধানমন্ত্রী ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। দুর্নীতি দমন কমিশনে কর্মরত নারীদের সব ধরনের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর।