নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডিজিটাল ফরেনসিক ল্যাব পরিচালনার জন্য মনোনীত কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) ১৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
‘দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় কমিশনের প্রধান কার্যালয়ে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়।
দুদক জনসংযোগ দপ্তর জানিয়েছে, প্রশিক্ষণ কোর্সের শুরুতে কমিশনের মহাপরিচালক একেএম সোহেল বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের পরিচালক (প্রশিক্ষণ)উত্তম কুমার মন্ডল, প্রকল্প পরিচালক ও পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আব্দুল আওয়াল।
প্রশিক্ষণ কোর্সটিতে কমিশনের ১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
দেশে প্রশিক্ষণের পাশাপাশি কমিশনের মনোনীত কর্মকর্তাদের বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে দুদক সূত্র।