Print Date & Time : 10 September 2025 Wednesday 12:27 pm

দুদকে সুশাসন ও অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনে (দুদক) তিন দিনব্যাপী সুশাসন ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে তৃতীয় ব্যাচের এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আয়েশা আক্তার। সভাপতিত্ব করেন দুদকের মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি) এ কে এম সোহেল।

দুদক সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে জাতীয় শুদ্ধাচার কৌশল, বার্ষিক শুদ্ধাচার কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং চাকরি বিধিমালা ও নথি ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে।

কমিশনের প্রধান কার্যালয়সহ সারাদেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় কার্যালয়ের পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পর্যায়ের মোট ৩০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

দুদক সচিব মো. মাহবুব হোসেন তার বক্তব্যে বলেন, কমিশনের কর্মকর্তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে শুদ্ধাচার, চাকরি বিধিমালা ও নথি ব্যবস্থাপনা সম্পর্কিত অর্জিত জ্ঞান কর্মকর্তাদের কাজের মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।