Print Date & Time : 7 September 2025 Sunday 1:09 am

দু’দিনে ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। গত দুই দিনে প্রায় ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গত সোমবার আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গল ও বুধবার-এ দুই দিনে এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এর মধ্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন আমদানি হলে আলুর দাম কমে যাবে, মানুষ স্বস্তি পাবে।