শেয়ার বিজ সংবাদদাতা, হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দুদিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশ করা শুরু করে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, পদ্মা সেতুসহ দেশের মেগা প্রকল্পের জন্য ভারত থেকে পাথর আমদানি করা হচ্ছিল। ২৩ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারতীয় দুটি ব্যবসায়ী গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের কারণে এই বন্দর দিয়ে বাংলাদেশে পাথর রফতানি বন্ধ করে দেয়। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার ভারতের ব্যবসায়ীদের জানানো হয়। কিন্তু তারপরও তারা পাথর রফতানি বন্ধ রাখেন। এ কারণে গত সোমবার থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রাখা হয়। বিষয়টির সুরাহা হওয়ায় গতকাল আমদানি-রফতানি শুরু হয়েছে।