প্রতিনিধি, দিনাজপুর : বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও সুদৃঢ় করতে রেল এবং সড়ক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ-ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনাজপুর প্রেস ক্লাবে আগামী ৫ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রাক্কালে বাংলাদেশ-ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির দীর্ঘদিনের দাবি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে করিডোর কমিটির আহ্বায়ক ড. নব কুমার দাস (ভারত) বলেন, রেল ও সড়ক যোগাযোগের ক্ষেত্রে এ কমিটি দুই দেশের সম্পর্ক নিবিড় করতে এবং বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এ করিডোর হলে দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, কৃষি, শিল্প, সংস্কৃতি ও পর্যটনের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।
তিনি বলেন, এ কমিটি ২০১২ সাল থেকে করিডোরের দাবি নিয়ে দুই দেশের মধ্যে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ২০২০ সালে ১৭ ডিসেম্বরে ভারত সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দিল্লিতে এ বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ মধ্যবর্তী সময়ে তারা ভার্চুয়ালি বৈঠক করেন। বৈঠকে করিডোর-সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তুলে ধরে আলোচনা করা হয়।
তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের শীর্ষ এ বৈঠকে বিষয়টি উপস্থাপন হলে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে এবং জোরালো পদক্ষেপ গ্রহণ করা যাবে। এজন্য গত ২৯ আগস্ট আমাদের কমিটির এক প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ৩০ আগস্ট রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে স্মারকলিপি দিয়েছে।
তিনি জানান, আমরা এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যোগাযোগমন্ত্রী নিতিন গডকরি এবং রেলবোর্ডের চেয়ারম্যান ভিকে ত্রিপাটিকেও স্মারকলিপি দিয়েছি।
আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ও বাংলাদেশের দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ভারতের বালিরঘাট হিলি ভায়া বাংলাদেশ মেঘালয় তুরা পর্যন্ত রেলওয়ে ও সড়ক নির্মাণের পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোর।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন করিডোর কমিটির সদস্য বঙ্গরতœ অমূল্য বিশ্বাস (ভারত), রূপক দত্ত (ভারত), দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।