Print Date & Time : 30 August 2025 Saturday 1:39 pm

দুপুরে রাজধানীতে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করাসহ ১০ দফা দাবিতে ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় পর রাজধানী বিভিন্ন পয়েন্ট এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল জানান, রাজধানীর মতিঝিলের গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হবে। বেলা আড়াইটায় শুরু হয়ে পদযাত্রাটি টিকাটুলী, গুলিস্তান হয়ে নয়াবাজার গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই নেতা আরও জানান, একই সময়ের মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরার জসীমউদ্‌দীন মোড় থেকে পদযাত্রা শুরু হবে। এটি উত্তরার আবদুল্লাহপুরে গিয়ে শেষ হবে। এতে অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।