দুবাইয়ে ২০২২ সালে রেকর্ড পর্যটক

শেয়ার বিজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০২২ সালে রেকর্ড সংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন। গত বছর সেখানে বেড়াতে গিয়েছে প্রায় দেড় কোটি পর্যটক। খবর: খালিজ টাইমস।

সারা বিশ্ব থেকে ২০২২ সালে দুবাইয়ে অবকাশযাপনে গেছেন এ বিপুলসংখ্যক পর্যটক, যা ২০২১ সালের তুলনায় ৯৭ শতাংশ বেশি।

দুবাইয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের এ তথ্যর ভিত্তিতে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। ২০২১ সালে দুবাইয়ে পর্যটক গিয়েছিল ৭২ লাখ ৮০ হাজার। এর এক বছরের মধ্যে ২০২২ সালে দুবাইয়ে পর্যটক যাওয়ার হার বেড়ে যায়। গত বছরে দেশটিতে গেছেন ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার পর্যটক।

চলতি বছরেও পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুবাই। কভিড-১৯ পরবর্তী সময়ে ধীরে ধীরে আবার সরব হয়ে উঠছে দুবাইয়ের পর্যটন খাত।

দেশটির প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ হামাদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম বলেছেন, পর্যটকের এ উচ্চ মাত্রাই জানান দিচ্ছে আরও উন্নত হচ্ছে দুবাইয়ের পর্যটন খাত। এ বছরে এ হার আরও বাড়বে বলে আত্মবিশ্বাসী দুবাইয়ের শাসকের।

দেশটির পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালে ৪ কোটি পর্যটকের মাইলফলক ছুঁতে চায় সংযুক্ত আরব আমিরাতের এ শহর। এ খাত থেকে তারা ৪৫০ বিলিয়ন দিরহাম আয় করার পরিকল্পনা করছে।

কভিড-পূর্ব সময়ের তুলনায় দুবাইয়ের পর্যটন খাতের সক্ষমতা বেড়েছে ৮৬ শতাংশ। ২০২২ সালে দুবাইয়ে সবচেয়ে বেশি পর্যটক ছিল ইউরোপ ও উপরাগরীয় অঞ্চলের।

পর্যটনবিষয়ক ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজার ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ডসে ২০২২ সালে এক নম্বর বৈশ্বিক গন্তব্য ছিল দুবাই। ইতিহাসের একমাত্র শহর দ্বিতীয়বারের মতো তালিকার শীর্ষে রয়েছে। এ কৃতিত্ব চলতি বছরও ধরে রাখতে চায় দুবাই।

তবে ইউএন ওয়ার্ল্ড ট্যুরিজম অরগানাইজেশনের (ইউএনডব্লিউটিও) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বব্যাপী ভ্রমণকারীর সংখ্যা কমেছে। ২০১৯ সালের তুলনায় গত বছরের অনেক কমেছে ভ্রমণকারীর সংখ্যা। ২০১৯ সালে তুলনায় ৩৭ শতাংশ কম ছিল ভ্রমণকারী।