Print Date & Time : 29 August 2025 Friday 11:02 am

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানের স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। এরপর শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে সাবেরা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত বলেন, যেহেতু আসামি তিন বছরের দণ্ডপ্রাপ্ত। তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামির জামিন দেওয়ার এখতিয়ার বিচারিক আদালতের নেই। তাই জামিনের আবেদন না মঞ্জুর করা হলো।

দুর্নীতির এক মামলায় আমানউল্লাহ আমানের ১৩ বছর ও সাবেরা আমানের তিন বছর কারাদণ্ড বহাল থাকার আদেশ হাইকোর্ট থেকে বিচারিক আদালতে পৌঁছায় গত ২৭ আগস্ট। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, বিচারিক আদালতে আদেশ পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাঁদের আত্মসমর্পণ করতে হবে। সেই হিসেবে ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণের সর্বশেষ সময় রয়েছে। এর আগেই সাবেরা আত্মসমর্পণ করেন। আমানউল্লাহ আমানের আত্মসমর্পণের জন্য আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে।

গত ৩০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আমানের ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

২০০৭ সালের ২১ জুন বিশেষ জজ আদালত এই রায় দিয়েছিলেন। ওই সাজার বিরুদ্ধে প্রত্যেকে আপিল করলে হাইকোর্ট দুজনকেই খালাস দেন। দুদক আপিল বিভাগে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টকে পুনরায় শুনানির নির্দেশ দেন। হাইকোর্ট পুনরায় শুনানি গ্রহণ করে গত ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখেন।