দুর্নীতি কেলেঙ্কারি দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গ্রেফতার

শেয়ার বিজ ডেস্ক: প্রেসিডেন্ট থাকাকালে দুর্নীতি কেলেঙ্কারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসি।

বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন পার্ক। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা উচিত হবে কি-না, তা নিয়ে শুনানি হয়। শুনানি শেষে তার গ্রেফতার অনুমোদন করেন আদালত। এরপর তাকে একটি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। পরে কারাগারে নেওয়া হয়েছে।

ব্যক্তিগত লাভের লক্ষ্যে বান্ধবীকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করেছেনÑএমন অভিযোগে গত বছরের মাঝামাঝি সময়ে সংসদে ও রাজপথে পার্কের ?বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।

গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ককে অভিশংসনের পক্ষে রায় দেয় পার্লামেন্ট। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ওই রায় বহাল রাখেন। পার্ক নিজের দুর্নীতির প্রমাণ নষ্ট করার

চেষ্টা করতে পারেনÑএমন কারণ দেখিয়ে দক্ষিণ কোরিয়ার কৌঁসুলির কার্যালয় থেকে সিউল

আদালতে পার্কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

যদিও যাবতীয় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পার্ক। পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

পার্ক দক্ষিণ কোরিয়ার তৃতীয় সাবেক প্রেসিডেন্ট, যাকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হলো।

বৃহষ্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে প্রায় নয় ঘণ্টার শুনানি শেষে আদালত পার্কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আদালতের রায়ে বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে আনা প্রধান অভিযোগগুলো ন্যায্য এবং যেহেতু এখানে প্রমাণ নষ্ট করার ঝুঁকি রয়েছে তাই তাকে গ্রেপ্তার করা প্রয়োজন ও সমর্থনযোগ্য।’

মধ্যরাতে পার্কে নিয়ে যাওয়া হলেও ওই সময় কৌসুঁলির কার্যালয়ের সামনে তার প্রায় ৫০ জন সমর্থক জাতীয় পতাকা হাতে নেতার মুক্তির দাবি জানান।

পার্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের আগে তাকে সর্বোচ্চ ২০ দিন আটক করে রাখা যাবে। যদি পার্ক দোষী সাব্যস্ত হন তবে তার ১০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। পার্কের অভিশংসনের সিদ্ধান্তের পর থেকে প্রধানমন্ত্রী ওয়াং কিও-আহন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।