শেয়ার বিজ ডেস্ক: দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে চলমান তদন্তের অংশ হিসেবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
খবর বিবিসি।
জেরুজালেমে নিজের বাসভবনে নেতানিয়াহুকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত সোমবারের তুলনায় এবার কিছুটা বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলো।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার পৃথক একটি বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বিস্তারিত কোনো কিছু
তারা জানায়নি।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা
নেওয়ার অভিযোগ বিষয়েই নেতানিয়াহুকে এ জিজ্ঞাসাবাদ।
তবে নেতানিয়াহু আগে থেকেই কোনো অন্যায় করেননি বলে কঠোরভাবে দাবি করে আসছেন।
এর আগে গত সোমবার তদন্তকারীরা নেতানিয়াহুর বাসভবনে গিয়ে তাকে
জিজ্ঞাসাবাদ করেছিলেন।
সে সময় তিনি গণমাধ্যম ও প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের ‘এখনই উল্লাস শুরু না করার’ বিষয়ে সতর্ক করে দেন।
তিনি বলেন, ‘কিছুই হয়নি, কারণ কোনো ঘটনা ঘটেনি।’
দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে নেতানিয়াহু কয়েক হাজার ডলার মূল্যের ‘অনৈতিক
উপহার’ নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।