Print Date & Time : 25 July 2025 Friday 5:04 am

দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার(৩৫)নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

লিপি আক্তার মানবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আটটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরের বাথরুমে যান লিপি আক্তার। লিপি আক্তারের সাত বছরের ছেলে মোঃ মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মা ঘরে আসতে দেরী দেখে দুজনের বাহিরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। ছেলে মেয়ের ডাক চিৎকার আশেপাশের লোকজন এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারনে ওই গৃহবধূ খুন হয়েছে তা জানার চেষ্টা চলছে তবে ওই গৃহবধুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।