ফারুক আলম, লালমনিরহাট: দুই বছর আগে বিদ্যুতের খুঁটি পোঁতা হয়েছে। টানানো হয়েছে তার। গ্রাহকরা ঘরে বিদ্যুৎ লাইনের কাজ সম্পন্ন করে সংযোগ পাওয়ার আবেদন করেছেন। টাকাও জমা দিয়েছেন। তবে বিদ্যুৎ সংযোগ মেলেনি। ফলে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের মালগাড়া গ্রামের দুলালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ২০১৮-১৯ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় দুলালী আশ্রয়ণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করে। এ প্রকল্পে আশ্রয়হীন মানুষের জন্য ৫০টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রকল্পের বাসিন্দাদের জন্য রয়েছে সবজি বাগান, টয়লেট, টিউবওয়েলসহ সব সুযোগ-সুবিধা। শুধু নেই বিদ্যুৎ। বিদ্যুতের জন্য আবেদন করা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. সমশের আলী জানান, এক বছর আগে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত পাননি। তিনি আরও বলেন, বিদ্যুৎ সংযোগ না পেয়ে বৃদ্ধ ও শিশুদের নিয়ে দুর্ভোগে রয়েছেন।
প্রকল্পের বাসিন্দা সাবিনা ইয়াসমিন জানান, আশপাশের সব গ্রামে বিদ্যুতের আলো জ্বললেও তারা অন্ধকারে বসবাস করছেন। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন দ্রুত বিদ্যুতের সংযোগ দেয়ার জন্য। তিনি আরও জানান, আমরা অনেক কষ্টে আছি। বালুর উপরে ঘর। অনেক গরম। বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হয়। চলবলা ইউনিয়নের বান্দরকুড়া আবাসনের শাহ জামাল বলেন, বিদ্যুৎ দেয়ার কথা ছিল দেয় নাই। এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, শিগগিরই তারা বিদ্যুৎ পাবেন। পল্লী বিদ্যুতের ডিজিএম আইয়ুব আলী বলেন, বিদ্যুৎ সংযোগের আবেদনটি সদরে (কুড়িগ্রাম) পাঠিয়েছি। অনুমোদন হলে দেয়া হবে। কালিগঞ্জের ইউএনও জহির ইমাম জানান, তারা যাতে দ্রত বিদ্যুৎ পায় এ ব্যবস্থা করছি।