প্রতিনিধি, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহর অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীবৃন্দ।
রোববার (১৯ ডিসেম্বর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক আকন্দ, কাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তারুল ইসলাম, হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চান মিয়া, মাদারের চর দাখিল মাদ্রাসার শিক্ষক হাসমত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মেহের উল্লাহকে লাঞ্ছিতের ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর মেয়রকে আবিলম্বে গ্রেপ্তার ও আপসারণের দাবি জানান। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা থেকে সরে আসার ঘোষণা দেন শিক্ষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার কাছে স্মারকলিপি দেয় শিক্ষক- কর্মচারীরা।
উল্লেখ্য, গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেন ওই শিক্ষা কর্মকর্তা।