Print Date & Time : 1 September 2025 Monday 11:21 am

দেড় বছর পর কভিডে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছেন, যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৫ মে একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে গত বছর ৪ এপ্রিলও কভিডে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী এবং তারা ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের একজন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন একজন। দুজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত দুজনকে নিয়ে দেশে কভিডে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৭ হাজার ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২১৪ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় কভিড থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন সুস্থ হলেন।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক আট শতাংশ। দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কভিডে নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৬০৯টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৭৩৪টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি তিন লাখ ৬৯ হাজার ৬০৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় করা পরীক্ষা হয়েছে ৭৫ লাখ ৩২ হাজার ৭৬৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ লাখ ৩৬ হাজার ৮৩৬টি।