দেশব্যাপী বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সব মহানগরীর থানা এবং উপজেলা পর্যায়ে গতকাল শনিবার ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি অংশ নেয় বিএনপি। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিএনপি জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ ১৩টি মহানগরীর ১২৮টি থানায় এবং সব উপজেলায় একযোগে এই অবস্থান কর্মসূচি পালন করে। ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিভিন্ন থানায় অবস্থান কর্মসূচি করে। এ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা, দলের সাবেক সংসদ সদস্য ও জেলার শীর্ষ নেতারা অংশ নেন।

এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে যাওয়ার পথে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী বন্দর এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

হামলায় মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা বেগমসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহত অন্য দুজন হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল মৃধা ও মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য আল-আমিন। তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হাসিনা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু বলেন, সুবিদখালীতে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী এলাকা থেকে নেতাকর্মীরা আসছিলেন। পথে সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড় এলাকায় আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ছাত্রদলের দুই নেতা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম আহত হন।

মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অনুষ্ঠানস্থলে হামলার কোনো ঘটনা ঘটেনি। পথে কে বা কারা একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মির্জাগঞ্জে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি। শনিবার বেলা ১১টায় উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে

হামলার পর সুবিদখালীতে উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। উপজেলা বিএনপির

 সভাপতি সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি। কয়েকটি শর্ত মানলে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই নতজানু নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এসব শর্ত পূরণ না হলে বিএনপি নির্বাচনে যাবে না এবং নির্বাচন হতেও দেবে না।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না প্রমুখ বক্তব্য দেন।

এদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে নিয়ে আসা ৭ থেকে ৮ জন মুখোশধারী দুর্বৃত্ত বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের আসবাব ও ব্যানার পুড়ে গেছে এবং ইফতারের সামগ্রী নষ্ট হয়েছে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

হামলার ঘটনার সময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারসহ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে এই কর্মসূচি বানচাল করতে বিএনপির কার্যালয়ের সামনে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে উপজেলা আওয়ামী লীগ ইফতার মাহফিলের আয়োজন করে। পরে কর্মসূচি পালনের জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে বগুড়ার পুলিশ সুপার ও নন্দীগ্রাম থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ দলীয় কার্যালয়ের বাইরে কর্মসূচি পালনের অনুমতি না দিয়ে কার্যালয়ের ভেতরে ঘরোয়াভাবে কর্মসূচি পালনের মৌখিক অনুমতি দেয়।

বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, বেলা তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি শেষে হাজারখানেক নেতাকর্মীর জন্য ইফতার আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল। বিষয়টি নিয়ে কথা বলার জন্য থানার ওসি তার কার্যালয়ে বিএনপির নেতাদের ডেকেছিলেন। ওসির সঙ্গে দেখা করতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ থেকে ১৫ জন নেতাকর্মী গতকাল রাত ৯টার দিকে থানায় যান। ওই সময় দলীয় কার্যালয়ে শুধু রান্নার বাবুর্চিরা ছিলেন। এই সুযোগে সাত থেকে আটজন মুখোশধারী সন্ত্রাসী বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এরপর সন্ত্রাসীরা সেখানে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন ও দলীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে কর্মসূচির ব্যানার ও কার্যালয়ের কিছু আসবাব পুড়ে যায়। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার অভিযোগ করে বলেন, বিএনপির অবস্থান কর্মসূচি বানচাল করতেই আওয়ামী লীগের লোকজন এই হামলা ও অগ্নিসংযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি। তবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার বলেন, বিএনপির কর্মসূচি ভণ্ডুল করতে পাল্টা কর্মসূচি দেয়ার অভিযোগ সঠিক নয়। আর বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সাজানো নাটক। নন্দীগ্রামে দলীয় কর্মসূচি পালনের মতো তাদের (বিএনপি) কোনো নেতা-কর্মী নেই। তারা এখানে কোনো সফল কর্মসূচি পালন করতে পারেনি। নিজেদের ব্যর্থতা ঢাকতে নিজেরা অগ্নিসংযোগের নাটক সাজিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর কৌশল নিয়েছে।

ওসি আনোয়ার হোসেন বলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপিদলীয় কার্যালয়ের সামনের একটি পেট্রোল পাম্পে ইফতার মাহফিলের আয়োজনের কথা জানিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। তাই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপির নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের ভেতরে কর্মসূচি পালনের জন্য বলা হয়েছিল। পরে বিএনপিও দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতারের আয়োজনের কথা জানায়। পবিত্র রমজান মাসে কোনোভাবেই যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে জন্য বিএনপির নেতাদের থানায় ডাকা হয়েছিল। সেখানে থাকাবস্থায় মুখোশধারী দুর্বৃত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি।