দেশব্যাপী কভিড প্রতিরোধ কার্যক্রম গতিশীল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৪০টি অক্সিজেন সিলিন্ডার ও ২০০টি বিশেষ অক্সিজেন কনসেনট্রেটর সোসাইটির ৬৪ জেলা ইউনিট, চারটি সিটি ইউনিট, ৫৬টি এমসিএইচ ও পাঁচটি জেনারেল হাসপাতালে বিতরণ করেছে। অস্ট্রেলিয়ান রেড ক্রসের অর্থায়নে ও আইএফআরসির সহায়তায় এসব স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এটিএম আবদুল ওয়াহ্হাব সম্প্রতি সোসাইটির সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে এক অনুষ্ঠানে এসব স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন। কভিড মহামারির কারণে সোসাইটির ৬৮ জেলা ইউনিটের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নুর-উর-রহমান, ট্রেজারার এমএ সালাম, মহাসচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, আইএফআরসির হেড অব ডেলিগেশন সঞ্জীব কুমার কাফলে, স্বাস্থ্য বিভাগের পরিচালক জয়নাল আবেদীন, যুব ও স্বেচ্ছাসেবক এবং ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদারসহ বিডিআরসিএস ও আইএফআরসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সোসাইটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি স্বাস্থ্যগত মহাবিপর্যয়কে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছে। কভিড মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়ান রেড ক্রস ও আইএফআরসির সহায়তায় প্রাপ্ত এসব অক্সিজেন সিলিন্ডার ও বিশেষ অক্সিজেন কনসেনট্রেটর দেশব্যাপী সোসাইটির জেলা ইউনিটগুলোতে জরুরি সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকবে। বিজ্ঞপ্তি