Print Date & Time : 3 September 2025 Wednesday 12:41 pm

দেশেও কমবে সোয়াবিন তেলের দাম : বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধত সোয়াবিন তেলের দাম কমতে শুরু করেছে, সূতরাং আমাদের দেশেও কমবে। শিগগরিই ভোজ্যতেল পরিশেধনকারী মিলমালিকদের ডেকে দাম সমন্বয় করা হবে।

রবিবার ২৬ (জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার ( ডবিøউটিও) ‘মিস্ট্রিয়াল মিটিং শেষে ডাকা সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।  বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব বলেন,  দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায়  সোয়াবিন তেলের দাম দাম কী পরিমাণ কমবে তা এখনই বলা যাচ্ছে ন্। তারপরেও অবশ্যই দেশের বাজারে সোয়াবিন তেলের দাম কমবে। দাম সমন্বয় করা হলে জা জানিয়ে দেয়া হবে বলেও জানান বাণিজ্য সচিব।