বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইউনিয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আইসিএমএবি, বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির চলমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০৪১ সালের মধ্যে দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। শুক্রবার বন্দর নগরীর হোটেল রেডিসন ব্লু-তে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখার আয়োজনে অনুষ্ঠিত এক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান প্রধান অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 6 July 2025 Sunday 4:45 pm
দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উত্তরণ সম্ভব: ড. সেলিম উদ্দিন
করপোরেট কর্নার ♦ প্রকাশ: