Print Date & Time : 8 July 2025 Tuesday 2:32 am

দেশের জনগণের বড় অধিকার ভোটের অধিকার- ড. খন্দকার মোশারফ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের জনগণের সবচাইতে বড় অধিকার ভোটের অধিকার। এ কারণে যতো দ্রুত সম্ভব এই সরকার দেশের জনগণের ভোটের অধিকার ও ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে যতো শীঘ্রই সম্ভব বিদায় নিবে। এতে সরকার সম্মানসহ বিদায় নিতে পারবে এবং জনগণ রক্ষা পাবে।

তিনি সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার। তাদের সময় সীমাবদ্ধ। কোন নির্দলীয় সরকার দীর্ঘ দিনের সরকার হতে পারে না। স্বৈরাচার পতন ঘটিয়ে ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসিয়েছে। তাদের প্রধান কাজ জনগণের কাছে দেওয়া তাদের অঙ্গীকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এ সময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন দেশের জনগণ জাতীয় সংসদ নির্বাচন চায়। স্থানীয় সরকার নির্বাচন নয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না।

এতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উৎসবের নগরীতে পরিনত হয় মুন্সীগঞ্জ শহরতলী। খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সসভাস্থলে আসতে শুরু করে। সভার নির্ধারিত সময় বিকাল ৩ টার আগেই হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিনত হয়।