Print Date & Time : 27 August 2025 Wednesday 3:21 pm

দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে : কাদের সিদ্দিকী

প্রতিনিধি, টাঙ্গাইল : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ভালো না হয়, ’৫৪ ও ’৭০-এর মতো না হলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। গতকাল সকালে মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল শহরের সন্তোষে তার মাজারে ফুল দিতে এসে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, মওলানা ভাসানীর মতো মানুষ এই অঞ্চলে আর জš§াবে কি না জানি না। সারা জীবন তিনি মানুষের জন্য কাজ করেছেন। একজন অসহায় এতিমের মতো তিনি টাঙ্গাইলে এসেছিলেন। ভাসানীসহ যারাই দেশের মানুষের জন্য কাজ করেছে, তাদের কারোরই যথাযথ মর্যাদা হয়নি। আমরা যে চিন্তা নিয়ে, যে ভালোবাসা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম আজকে তার কিছুই নেই। মানুষের স্বাধীনতা এটাকে বলে না। শুধু কথা ও যা কিছু তা বলতে পারলেই স্বাধীনতা নয়। মানুষের স্বাধীনতা হচ্ছে মানুষের মর্যাদাবোধ, মানবিকবোধ ভালোবাসা। সবার কাছে আহ্বান জানাব মানুষকে ভালোবাসতে ও সম্মান জানাতে।

তিনি আরও বলেন, কাগমারি থেকে ভাসানীর মাজার পর্যন্ত আসলাম রাস্তায় তেমন কেউ নেই। মনে হচ্ছিল দেশটা কেমন ঘুরে গেল। মানুষের অন্তরে যদি শ্রদ্ধা ভালোবাসা থাকত তাহলে ভাসানীর এখানে দেহত্যাগ করা সার্থক হতো। মানুষকে সম্মান করতে হবে, প্রবীণদের সম্মান করা শিখতে হবে। মওলানা ভাসানীর মতো মানুষকে যদি আমরা যথাযথ সম্মান দিতে না পারি তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দিতে পারব না। খুব কষ্ট হয়, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন জাতির পিতা বঙ্গবন্ধু, বিএনপি ক্ষমতায় এলে জাতির পিতা জিয়াউর রহমান, যদি কখনও জাতীয় পার্টি ক্ষমতায় এলে জাতির পিতা হুসেইন মুহাম্মদ এরশাদ হবে। এ যে আমাদের দ্বৈন্দ্বতা এখান থেকে বেরিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা।