রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল-১-এ গতকাল ওয়ালটনের আয়োজনে দেশের প্রথম একক শিল্পমেলা ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এক্সপো (এটিএস) ২০২৩’ উদ্বোধন করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেনÑওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এসএম মাহবুবুল আলম ও নিশাত তাসনিম শুচী, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, ঢাকা চেম্বারের সভাপতি সামীর সাত্তার, ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল. আউসান জেআর, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রমুখ। বিজ্ঞপ্তি
