মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের প্রথম ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৭তম সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়। বেসরকারি ১০টি ব্যাংক নিয়ে গঠিত কনসোর্টিয়াম ‘ডিজিটেন ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংকিং পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর হবে। প্রস্তাবিত ‘ডিজিটেন ব্যাংক পিএলসি’র প্রাথমিক পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। আর এতে মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগ করবে, যা পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। ডিজিটেন ব্যাংক পিএলসির অন্য উদ্যোক্তা শেয়ারহোল্ডার হলোÑসিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, এনসিসি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক। বিজ্ঞপ্তি

Print Date & Time : 14 September 2025 Sunday 4:50 am
দেশের প্রথম ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করছে মার্কেন্টাইল ব্যাংক
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: