Print Date & Time : 28 August 2025 Thursday 6:38 pm

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

প্রতিনিধি, পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের মাত্রা বাড়তে শুরু করেছে। শীতকালের অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। আজ রোববার (৩০ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়ায় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জানা গেছে, সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। এভাবে চলে সকাল ৭টা পর্যন্ত। তবে দিনের বেলায় বেশ গরম অনুভূত হয়। এদিকে, তাপমাত্রা কমলেও এখনো জেঁকে বসেনি শীত। গত কদিনের তুলনায় কুয়াশার পরিমাণ কমে গিয়ে সকালেই দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে।

স্থানীয়রা জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে এখানে আগেভাগেই শীতের আগমন ঘটে। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড শীত। একদিকে শীতের পরশ, অন্যদিকে এ সময়ে উত্তরের পরিষ্কার নীল আকাশে দৃশ্যমান হয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।

এ দুইয়ে মিলে সময়টি হয়ে ওঠে পর্যটকদের কাছে অত্যন্ত আনন্দের। যে কারণে পর্যটকরা হিমকন্যা পঞ্চগড়ে ছুটে আসছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, হিমালয় কন্যাখ্যাত এ জেলায় প্রতি বছর আগেভাগেই শীত শুরু হয়। এখানে শীত বিদায় নেয় সবার শেষে। এ বছরও তাপমাত্রা কমতে শুরু করেছে। দিন যত গড়াবে, এ জেলায় তত কমতে থাকবে তাপমাত্রা।