Print Date & Time : 7 July 2025 Monday 6:43 pm

দেশে আরও ৩৪৯ রোগী শনাক্ত মৃত্যু তিনজনের

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক দিনে (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) ৩৪৯ কভিড রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে তিনজনের। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আগের ২৪ ঘণ্টার এই তথ্য জানানো হয়।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার ৮৯২ জনে। আরও তিনজনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ২৮৮ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় কভিড থেকে সেরে উঠেছেন ৭৬৩ জন। তাদের নিয়ে কভিডমুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জনে। নতুন শনাক্ত ৩৪৯ জনের মধ্যে ২৪৭ জন ঢাকার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ২২ জেলায় নতুন রোগী ধরা পড়েনি।

গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের ও একজন সিলেট বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্য দুজন পুরুষ। একজন নারী। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। ২৮ মাস পর বৃহস্পতিবার শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়ায়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৭ কোটি ৬২ লাখের বেশি।