শেয়ার বিজ: ফার্নিচার ব্যবসায় কেন এলেন?
মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. আব্দুল্লাহ আল মামুন শেখ: আমাদের ব্যবসার ধরনটা মূলত অংশীদারি ব্যবসা। এর স্বত্বাধিকারী দুজন। ছোটবেলা থেকেই আমাদের বন্ধুত্ব। ফার্নিচার শিল্পকে সম্ভাবনাময় মনে করি আমরা দুজনেই। মূলত এ কারণেই ফার্নিচার ব্যবসায় আসা।
শেয়ার বিজ: আপনাদের প্রতিষ্ঠানকে পাঠকদের সঙ্গে কীভাবে পরিচয় করিয়ে দিতে চান?
মো.আব্দুল্লাহ আল মামুন ও মো.আব্দুল্লাহ আল মামুন শেখ : আমাদের প্রতিষ্ঠানের নাম দেখেই বুঝতে পারছেন এমন নামের মাহাত্ম্য। নীড় মানে বাসা বা বাড়ি আমরা সবাই জানি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, মানুষের স্বপ্নের বাসা বা বাড়িকে আমাদের আসবাব দিয়ে স্বপ্নের রঙে সাজিয়ে দেওয়া। ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পণ্যগুলো তৈরি হয় নিজস্ব কারখানায়। দক্ষ কারিগর দিয়ে। এর গুণগত মানকে প্রথম সারির যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করতে পারবেন।
শেয়ার বিজ: ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি দেওয়া হয়?
মো.আব্দুল্লাহ আল মামুন ও মো.আব্দুল্লাহ আল মামুন শেখ: সব পণ্যের ওপর ১৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয়। এ ছাড়া রয়েছে ১৫ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি।
শেয়ার বিজ: অন্য ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের পণ্যের মূল পার্থক্যটা কোথায়?
মো.আব্দুল্লাহ আল মামুন ও মো.আব্দুল্লাহ আল মামুন শেখ: মূল পার্থক্যটা পণ্যের গুণগত মান ও দামে। আসবাব-সম্পর্কিত সব কাঁচামাল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থেকে সেরাটা ব্যবহারের চেষ্টা করি। সেইসঙ্গে সব পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রেতা কিংবা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কথা মাথায় রাখা হয়।
শেয়ার বিজ: কোন শ্রেণির ক্রেতার কথা চিন্তা করে আসবাব তৈরি করেন?
মো.আব্দুল্লাহ আল মামুন ও মো. আব্দুল্লাহ আল মামুন শেখ: আসলে বাসস্থান আমাদের পাঁচটি মৌলিক চাহিদার একটি। বাসস্থানের বড় একটা জায়গাজুড়ে থাকে আসবাব। তাই আমরা সব শ্রেণির ক্রেতার কথা চিন্তা করে আসবাবপত্র তৈরি করি।
শেয়ার বিজ: বর্তমানে প্রধান সমস্যা কী? সমস্যা সমাধানে কী করা যেতে পারে?
মো.আব্দুল্লাহ আল মামুন ও মো. আব্দুল্লাহ আল মামুন শেখ: মূলধন ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় অনেক সময় সমস্যায় পড়তে হয়। আসবাবশিল্প দেশ ও দেশের বাইরে সম্ভাবনাময় একটি খাত। বাংলাদেশ সরকার যদি এই খাতে বিশেষ নজর দেয় তাহলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া সম্ভব। এছাড়া সহজ শর্তে লোন দেওয়া, কাঁচামালের সহজলভ্যতার জন্য এর দাম নিয়ন্ত্রণে রাখা,রফতানি খাতের নিয়মনীতি সহজ করা উচিত।
শেয়ার বিজ: বর্তমানে দেশেই উন্নতমানের ফার্নিচার তৈরি হয়। আপনারা কি ক্রেতা ধরে রাখতে পারছেন?
মো.আব্দুল্লাহ আল মামুন ও মো. আব্দুল্লাহ আল মামুন শেখ: দেশেই উন্নতমানের ফার্নিচার তৈরি হওয়ার ফলে আমাদের ব্যবসা করতে সুবিধা হচ্ছে। আর এই আসবাবশিল্প দেশীয়ভাবে প্রসারের ফলে সবকিছু সহজে পাওয়া যাচ্ছে। ফলে নিজেদের ডিজাইনের পাশাপাশি ক্রেতার পছন্দ অনুযায়ী গুণগত মান ঠিক রেখে তৈরি করতে পারছি। এজন্য আমাদের ক্রেতা ধরে রাখার পাশাপাশি দিন দিন ক্রেতার সংখ্যা বাড়াতে পারছি। তাই রাজধানীর ভেতরে ও বাইরে আরও শাখা বাড়ানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।
শেয়ার বিজ: আপনাদের ব্যবসা অনলাইনভিত্তিক করার পরিকল্পনা আছে?
মো.আব্দুল্লাহ আল মামুন ও মো. আব্দুল্লাহ আল মামুন শেখ: হ্যাঁ আছে। বর্তমানে অনলাইন মার্কেট ব্যাপকভাবে প্রসার লাভ করছে। এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।
শেয়ার বিজ: ভবিষ্যৎ পরিকল্পনা…
মো.আব্দুল্লাহ আল মামুন ও মো. আব্দুল্লাহ আল মামুন শেখ: ভবিষ্যতে নীড় ফার্নিচার মার্ট’কে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। দেশের সব বিভাগীয় শহরসহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলায়ও আমাদের শাখা খুলতে চাই। দেশের গণ্ডি পেরিয়ে রফতানি করতে চাই। সব ঘরে নীড়ের পণ্য পৌঁছে দিতে চাই। মানুষ যেন মুখে মুখে নীড় ফার্নিচারের কথা বলে।