নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে এক কোটিরও বেশি মানুষ হতদরিদ্র বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি আশা প্রকাশ করে বলেছেন, প্রতি বছর দুই শতাংশ প্রবৃদ্ধি বাড়াতে পারলে দেশে হতদরিদ্র থাকবে না।
গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ ইনফ্র্যাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) আয়োজিত ‘বিআইএফএফএল গ্রিন অ্যান্ড পিপিপি কনভেনশন অ্যান্ড এক্সপো-২০১৮’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো ঘাটতি আছে। এটা শুধু বাংলাদেশে নয় এমন ঘাটতি সারা বিশ্বেই আছে। অবকাঠামো উন্নয়নে গ্রিন অবকাঠামো উন্নয়ন দরকার। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেল। অবকাঠামো ও শিল্প-কারখানার উন্নয়নে দেশের উৎপাদন আগের তুলনায় বেড়েছে। আর এ উৎপাদনকে এগিয়ে নিচ্ছে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদনের হার। বিদ্যুৎ উৎপাদনের এ গতি অব্যাহত থাকলে আশা করছি ২০২৪ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন হার ৩০ হাজার মেগাওয়াটে পৌঁছাবে।
জলবায়ুর পরিবর্তন সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশ দায়ী নয়, তবু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। আমরা এ ক্ষতিপূরণ আদায়ে কাজ করছি।
দেশে ভারসাম্যপূর্ণ অবকাঠামো নির্মাণের লক্ষ্যে জ্বালানি দক্ষ ও জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব শিল্প-প্রযুক্তি সম্প্রসারণ এবং পিপিপি সম্প্রসারণ ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব এখলাচুর রহমান। এতে বিশ্বব্যাংক ও জাইকার প্রতিনিধি, বিআইএফএফএলের নির্বাহী পরিচালক এসএম ফরমানুল ইসলাম বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গত বছরের বিআইএফএফএলের মুনাফার ৬৪ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন এসএম ফরমানুল ইসলাম। পরে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এবারের প্রদর্শনীতে রূপালী ব্যাংক, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বিএসআরএম, বার্জার, মোহাম্মদী গ্রুপ, এমইপি ইঞ্জিনিয়ারিং, ফেয়ার ইলেকট্রনিকস, ম্যাক্স গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

Print Date & Time : 15 August 2025 Friday 9:10 am
দেশে এক কোটির বেশি মানুষ হতদরিদ্র: অর্থমন্ত্রী
পত্রিকা ♦ প্রকাশ: