Print Date & Time : 14 September 2025 Sunday 3:34 pm

দেশে এখনও ৫০ শতাংশ বাল্যবিয়ে হয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:‘তাদের যদি দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, তবে ২০৪১ সালের আগেই বাংলাদেশ আধুনিক রাষ্ট্র হিসেবে তৈরি হবে। কিন্তু এখনও ৫০ শতাংশ বাল্যবিয়ের রেকর্ড রয়েছে।’ গতকাল বিকালে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ন্যাশনাল অ্যাডোলেসেন্ট হেলথ কনফারেন্স অ্যান্ড লঞ্চিং অব ন্যাশনাল অ্যাডোলেসেন্ট অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

জাহিদ মালেক বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকলে ছেলে-মেয়েদের ভবিষ্যৎ ভালো থাকবে। আমরাও তাদের জন্যই কাজ করছি। দেশে পদ্মা সেতু ও মেট্রোরেল তৈরি হয়েছে এবং বড় বড় রাস্তাঘাট ও হাসপাতাল তৈরি হচ্ছে। ইউনিভার্সিটি তৈরি হচ্ছে কাদের জন্য? আমাদের ভবিষ্যৎ প্রজšে§র জন্য। দেশের ভবিষ্যৎ প্রজšে§র জন্যই এ কাজগুলো করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজš§কে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাদের আমরা ভালোভাবে গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ ভালো হবে না। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ তেমন বেশি নেই। আমাদের দেশের জনগণ ও ভবিষ্যৎ প্রজš§ই এদেশের সম্পদ। তারাই দেশ গড়ছে, তারাই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। অর্থাৎ জনগণ এই আমাদের দেশের মূল চালিকাশক্তি এবং সম্পদ।

তিনি আরও বলেন, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজš§কে গড়ে তুলতে চাই, তাহলে তাদের নিরাপদে রাখতে হবে। তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে, শিক্ষা ছাড়া কোনো জাতি এগুতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যসেবা। কারণ একটি অসুস্থ জাতি কখনও এগুতে পারে না। একটি অসুস্থ জাতি দেশকে কখনও উন্নত করতে পারে না। এজন্যই স্বাস্থ্যসেবা প্রয়োজন।

জাহিদ মালিক আরও বলেন, আমাদের দেশের ৩০ শতাংশ জনগণ কিশোর-কিশোরী। এরাই আগামী দিনে দেশ পরিচালনায় আসবেন। ৩০ শতাংশ জনগণকে যদি আমরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ ২০৪১ সালের আগেই আধুনিক রাষ্ট্র হিসেবে তৈরি হবে।

এ সময় দেশে এখনও ৫০ শতাংশ বাল্যবিয়ে হয় বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, বাল্যবিয়ে বাংলাদেশে একটি সমস্যা। এই সমস্যার নানা কারণ রয়েছে। যেমন অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন কারণ। এই কারণগুলো আমরা দূর করতে চাচ্ছি। এখনো পরিসংখ্যানে আমরা পাই দেশে ৫০ শতাংশ বাল্যবিয়ে হয়। বাল্যবিয়ের কারণে তারা তাড়াতাড়ি গর্ভধারণ করে। একটি শিশু যদি আরেকটি শিশুর জš§ দেয়, তাহলে দুজনেরই জীবনের ঝুঁকি রয়েছে। বাল্যবিয়ে কমাতে আমাদের সামাজিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।