Print Date & Time : 2 September 2025 Tuesday 2:56 am

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।  এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৯ জনের দেহে ।

এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা  দাঁড়ালো ২৯ হাজার ১২০ জনে। পাশাপাশি মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে ন১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এর আগে গতকাল সোমবার চারদিন পর করোনায় একজনের মৃত্যু হয়। ওই দিন করোনা শনাক্ত হয় ৮১ জনের।

মঙ্গলবার(২৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৭৪৭ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের ৮৭৯টি পরীক্ষাগারে ৯ হাজার ২৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৩ জনের নমুনা। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ছয় হাজার ৫৬৪টিতে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।