Print Date & Time : 5 July 2025 Saturday 7:07 pm

দেশে ডেঙ্গুর ঊর্ধ্বগতি ২৪ ঘণ্টায় ২১২ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর হার ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ২১২ জন। আর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে একই সময়ে আক্রান্ত হয়েছেন ১১০ জন।

গত মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে সারা দেশের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ২১২ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। আর ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬১ জন।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি সপ্তাহে একজনসহ এ বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।