Print Date & Time : 4 August 2025 Monday 7:04 pm

দেশে পাবজির সচেতনতায় কাজ করবে ‘পাবজিএমসিবিডি’

পাবজি মোবাইল ফোন গেম বর্তমানে বিশ্বের শুধু জনপ্রিয় গেমই নয়, এটি মোবাইল গেমিং প্ল্যাটফর্মের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক গেম। বিশ্বের অনেক দেশে জনপ্রিয় গেমটি। কিশোর, তরুণ থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও গেমটি খেলে থাকেন। এটি কারও জন্য শুধুই বিনোদন, কারও জন্য প্রফেশনাল ক্যারিয়ার।

পাবজিকে ঘিরে গড়ে উঠছে নানা কমিউনিটি, ক্রিয়েটরস ও ব্যবসা। বাংলাদেশেও এর প্রভাব কম নয়। এখানেও গড়ে উঠেছে পাবজির অনেক কমিউনিটি। পাবজি মোবাইল কমিউনিটি বাংলাদেশ (পাবজিএমসিবিডি) তাদেরই একটি। এ কমিউনিটি দেশে পাবজির সচেতনতায় কাজ করছে। সবার কাছে তুলে ধরছে এর ভালো ও খারাপ দিকগুলো।

সম্প্রতি পাবজিকে ঘিরে বাংলাদেশে নানা ঘটনা, আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ১৯ অক্টোবর কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয় গেমটি। পরে জানা যায়, গেমটি চালু করা হয়েছে। এ গেমিং কমিউনিটিতে সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে, যাতে এর ভালো ও খারাপ দিকগুলো সম্পর্কে অবগত থাকতে পারেন অভিভাবকেরা।