Print Date & Time : 14 September 2025 Sunday 10:52 am

দেশে প্রথমবারের মতো ভয়াবহ মাদক ‘ডিওবি’ আটক

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো ডিওবি (ডাইমেথ অক্সি ব্রোমোঅ্যামফেটামাইন) নামক ভয়াবহ এক মাদকের চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) বিভাগ। অনেকটা এলএসডির মতো দেখতে এ মাদক কুরিয়ারের মাধ্যমে পোল্যান্ড থেকে দেশে এসেছিলো।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) থেকে পাঠানো এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।

মুঠোফোন বার্তায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ‘ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এই মাদক আনা হয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে এর চালান এসেছে। আমরা প্রথম এ ধরনের মাদক আটক করেছি। এ বিষয়ে আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

তিনি জানান, ডিওবি দেশের তালিকাভুক্ত ‘ক’ শ্রেণির মাদক। এটি দেখতে কিছুটা এলএসডির মতো।