Print Date & Time : 14 August 2025 Thursday 10:04 pm

দেশে ফিরে যা বললেন তাসকিন

শেয়ার বিজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে আজ দেশে ফিরেছেন টাইগাররা। শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন ক্রিকেটাররা।

এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এজন্য হতাশা আছে। তবে বিশ্বাস রাখুন, ভবিষ্যতে ভালো কিছু উপহার দেব।তিনি বলেন, আমরা তো মাইনাসেই আছি। প্লাস করতে হবে। প্রথমবার আমরা সুপার এইট খেললাম, পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও আছে। নেতিবাচক দিকটাই বেশি। প্রত্যাশা না মেটানোতে সবাই হতাশ। প্রত্যাশা অনুযায়ী আমরা ফল পাইনি। তাই আমরাও সবমিলিয়ে হতাশ।

টুর্নামেন্টে বোলাররা ছিলেন দুর্দান্ত, তবে ভুগিয়েছেন ব্যাটসম্যানরা। কেন এমন হচ্ছে জানতে চাইলে তাসকিন বলেন, আমার ১০ বছরের ক্যারিয়ারে আমিও কখনো এত লম্বা সময় ব্যাটিংয়ে ব্যর্থতা দেখিনি। আশা করি খুব দ্রুতই কাটিয়ে উঠব।এদিন দলের সঙ্গে ফেরেননি লিটন, সৌম্য, আফিফ ও কোচিং স্টাফরা। কারণ হিসেবে জানা গেছে, খেলোয়ার-কোচিং স্টাফ সবাইকে তিন সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। তবে, আগামী ২ জুলাই বিসিবির বোর্ড সভায় বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সুপার এইটে হতাশ করেছে টাইগাররা। তারপরও ম্যাচ জয়ের হিসেবে বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল এটি। এই আসরে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জয়ের নজির এবারই প্রথম।