Print Date & Time : 12 September 2025 Friday 1:20 pm

দেশে ভোটার ১১ কোটি ৯০ লাখ

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ। রোববার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের ভোটার তালিকার বিষয়ে তথ্য জানান।

সচিব জানান, হালনাগাদের আগে দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। হালনাগাদ কার্যক্রমে ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হযেছেন।

তিনি আরও জানান, হালনাগাদে মৃত ভোটার কর্তন হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জন। মৃত ভোটার কর্তনের পর দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন।

মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন, জানান জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ২০০৭-০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এ পর্যন্ত পাঁচবার ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২০০৯-১০, ২০১২-১৩, ২০১৫-১৬, ২০১৭-১৮ ও ২০১৯-২০ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি।