Print Date & Time : 8 August 2025 Friday 2:01 am

দেশে যেকোনো সময় পূর্ণ সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক: যেকোনো সময় দেশে কভিড-১৯-এর পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (লাইন ডিরেক্টর এনসিডিসি) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এরই মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট দেশে চলে এসেছে। এমনকি চোখ রাঙাচ্ছে। সর্বক্ষণ মাস্ক পরতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সবাইকে সচেতন থাকতে হবে। সরকারের চলমান লকডাউন এবং মানুষ ও পরিবহন চলাচল নিয়ন্ত্রণ কিছুটা ফলপ্রসূ হয়েছে বলে সংক্রমণ

কমেছে। এতে আত্মতুষ্টির কোনো কারণ নেই।

তিনি বলেন, ভারতের ভ্যারিয়েন্ট সে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। করোনায় ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা চার হাজারের ওপরে। ভারতের এ ভ্যারিয়েন্টে দেশে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে।

অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, ভারতের ভ্যারিয়েন্ট দেশে প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে। এ ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি। আমাদের দেশে এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই আমরাও আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।