Print Date & Time : 30 August 2025 Saturday 4:39 am

দেশে শিক্ষার মান ভালো: শিক্ষামন্ত্রী

প্রতিনিধি, চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের শিক্ষার মান উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে অনেক খারাপ, তা কিন্তু নয়। আমাদের এখানে শিক্ষার মান অনেক ভালো, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে।’

গতকাল বিকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শিক্ষায় বিশ্ব র‌্যাংকিংয়ের কিছু বিষয় আমরা বুঝিই না। বুঝি না এই অর্থে যে, বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ের জন্য অনেক রকমের ফ্যাক্টর কাজ করে। সবকিছু মিলিয়ে র‌্যাংকিং ঘোষণা করা হয়। বিশ্বর‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও ভালো করতে মনোযোগ বৃদ্ধি করা হচ্ছে।’

বিশ্ব র‌্যাংকিয়ে বুয়েটের উদাহরণ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েট র‌্যাংকিয়ে এক লাফে অনেক দূর চলে এসেছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে। আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। আমাদের কতগুলো দিকে আরও বেশি নজর দিতে হবে। আমরা র‌্যাংকিং নিয়ে আগে বেশি মনোযোগী ছিলাম না। এখন বিশ্ববিদ্যালয়গুলো মনোযোগী হচ্ছে। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র‌্যাংকিয়ে অনেক ভালো করবে।’

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নাহিদ ও মুরসালিন নামে দুজন নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, আমরা যখন তাদের দেখতে গিয়েছি, তখনই কিছুটা সহযোগিতা করেছি। পরেও তাদের পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সংঘর্ষে যে দুজন নিহত হয়েছেন, তাদের কেউই সংঘর্ষে অংশগ্রহণকারী ছিলেন না বলে জানান ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘তারা দুজনই যার যার নিজের কাজে ছিলেন, কিন্তু তারা প্রাণ হারিয়েছেন। মূলত যে পরিবারের যায়, সেই বোঝে কী গেল! এই যে একেবারেই কম বয়সী দুজন তরুণ প্রাণ হারালেন, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে?’

পরে তিনি চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এক হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।