দেশে স্মার্টফোনের বাজারে শীর্ষে স্যামসাং ও শাওমি 

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহক বাড়ছে। দেশে স্মার্টফোনের চাহিদার বেশিরভাগই দেশেই উৎপাদন হচ্ছে। কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতায় স্মার্টফোনের বাজারে এখন শীর্ষে অবস্থান করছে স্যামসাং ও শাওমি। দেশে গত এক বছরে ১৯ দশমিক ৬৯ শতাংশ মার্কেট দখলে নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং। আর ১৮ দশমিক ৭৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের প্রতিষ্ঠান শাওমি। সম্প্রতি দেশের স্মার্টফোন বাজার নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে স্ট্যাট কাউন্টার।

বাজার গবেষক সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, দেশের বাজারে মার্কেট শেয়ারে শীর্ষে থাকা ছয়টি প্রতিষ্ঠান নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। এর মধ্যে স্যামসাংয়ের দখলে রয়েছে ১৯ দশমিক ৬৯ শতাংশ, শাওমির মার্কেট শেয়ার রয়েছে ১৮ দশমিক ৭৫, ভিভোর ১২ দশমিক ৯, রিয়েলমির ১০ দশমিক ৫২ এবং অপ্পোর মার্কেট শেয়ার ৯ দশমিক ৪৪ শতাংশ।

প্রতিবেদনের তথ্যমতে, গত এক বছরে শীর্ষে থাকা স্যামসাংয়ের মার্কেট শেয়ার-২০২২ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার ২৩ দশমিক ১ শতাংশ, নভেম্বরে ২২ দশমিক ৮৭, ডিসেম্বরে ২৩ দশমিক ৫ শতাংশ। আর ২০২৩ সালের জানুয়ারিতে এসে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার দাঁড়ায় ২২ দশমিক ৪৯ শতাংশ, ফেব্রুয়ারিতে ২২ দশমিক ২৭, মার্চে ২২ দশমিক ২৮ শতাংশ, এপ্রিলে ২২ দশমিক ৮, মে মাসে ২১ দশমিক ৭, জুনে ২০ দশমিক ৯৪, জুলাইতে ২০ দশমিক ২৭, আগস্টে ১৯ দশমিক ৭২, সেপ্টেম্বরে ১৯ শতাংশ আর সর্বশেষ অক্টোবরে ১৯ দশমিক ৬৭ শতাংশ।

এদিকে গত এক বছরে দ্বিতীয় অবস্থানে থাকা শাওমির মার্কেটÑ২০২২ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার ছিল ২১ দশমিক ৪৬ শতাংশ, নভেম্বরে ২১ দশমিক ২১, ডিসেম্বরে ২০ দশমিক ৮৭ শতাংশ। আর ২০২৩ সালের জানুয়ারিতে এসে শাওমির মার্কেট শেয়ার দাঁড়ায় ২০ দশমিক ২৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ২০ দশমিক ১৫, মার্চে ২০ দশমিক ৭৪, এপ্রিলে ২০ দশমিক ৪৫, মে মাসে ১৯ দশমিক ৯৯, জুন মাসে ১৯ দশমিক ৩৭, জুলাইয়ে ১৯ দশমিক ৫, আগস্টে ১৯ দশমিক ২৫, সেপ্টেম্বরে ১৯ আর অক্টোবরে এসে মার্কেট কমে দাঁড়ায় ১৮ দশমিক ৭৪ শতাংশ।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, একই সময়ে অর্থাৎ গত এক বছরে ভিভোর মার্কেট শেয়ার ১২ দশমিক ৯ শতাংশ। ২০২২ সালের অক্টোবরে ১১ দশমিক ৭৩ শতাংশ, নভেম্বরে ১১ দশমিক ৯২, ডিসেম্বরে ছিল ১১ দশমিক ৯৬ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারিতে এসে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার ছিল ১২ দশমিক ২৩ শতাংশ, ফেব্রয়ারিতে ১১ দশমিক ৯৯, মার্চে ১১ দশমিক ৭৪, এপ্রিলে ১১ দশমিক ৭৮, মে মাসে ১১ দশমিক ৭৭, জুনে ১১ দশমিক ৭৯, জুলাইয়ে ১১ দশমিক ৬৩, আগস্টে ১১ দশমিক ৭৫, সেপ্টেম্বরে ১১ দশমিক ৮১, আর অক্টোবরে মার্কেট শেয়ার ছিল ১২ দশমিক ১ শতাংশ।

এদিকে রিয়েলমির ২০২২ সালের অক্টোবরে মার্কেট শেয়ার ছিল ১০ দশমিক ৬৯ শতাংশ, নভেম্বরে ১০ দশমিক ৫৪, ডিসেম্বরে ১০ দশমিক ৭৪ শতাংশ। আর ২০২৩ সালের জানুয়ারিতে এসে রিয়েলমির মার্কেট শেয়ার দাঁড়ায় ১০ দশমিক ৫৬ শতাংশ, ফেব্রুয়ারিতে ১০ দশমিক ৪৩, মার্চ মাসে ১০ দশমিক ৬৯, এপ্রিলে ১০ দশমিক ৬, মে মাসে ১০ দশমিক ৪৯, জুনে ১০ দশমিক ৭২, জুলাই মাসে ১০ দশমিক ৬৫, আগস্টে ১০ দশমিক ৫২, সেপ্টেম্বরে ১০ দশমিক ৪৩ এবং অক্টোবরে মার্কেট শেয়ার ছিল ১০ দশমিক ৫১ শতাংশ।

এদিকে অপোর ২০২২ সালের অক্টোবরে মার্কেট শেয়ার ছিল ৮ দশমিক ৯১, নভেম্বরে ৯ দশমিক ২৫ শতাংশ, ডিসেম্বরে ছিল ৯ দশমিক ২৯ শতাংশ। আর ২০২৩ সালের জানুয়ারিতে এসে অপ্পোর মার্কেট শেয়ার দাঁড়ায় ৯ দশমিক ২৪ শতাংশ, ফেব্রুয়ারিতে ৯ দশমিক ৩২, মার্চ মাসে ৯ দশমিক ১১, এপ্রিলে ৯ দশমিক ৭, মে মাসে ৯ দশমিক ৮, জুনে ৯ দশমিক ২, জুলাইয়ে ৯ দশমিক ২৮, আগস্টে ৯ দশমিক ৯, সেপ্টেম্বরে ৮ দশমিক ৯৭ এবং অক্টোবরে মার্কেট শেয়ার ছিল ৯ দশমিক ৪৪ শতাংশ।