Print Date & Time : 3 September 2025 Wednesday 11:24 am

দেশ ডিজিটাল না হলে অর্থনীতির চাকা সচল থাকত না: প্রধানমন্ত্রী

শেয়ার বিজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ডিজিটাল বাংলাদেশ না হলে অর্থনীতির চাকা সচল থাকত না। স্মার্ট দেশ গড়ে তোলার লক্ষ্যে ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ সহায়ক ভূমিকা রাখবে।” 

বুধবার (১ নভেম্বর) গণভবন থেকে ‘টাকা পে’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজস্ব অর্থে লেনদেনের বিষয়ে আলোচনা চলছে। শুধু বাংলাদেশ নয়, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও লেনদেন যাতে নিজস্ব অর্থে করতে পারি, আমরা সেই পদক্ষেপ নিচ্ছি।’

‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে’ উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমাদের দেশ স্বাধীন ও সার্বভৌম। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাও স্বাধীন সার্বভৌম। এতে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা এখন যেসব কার্ড ব্যবহার করি সেগুলো বিদেশি সংস্থার সঙ্গে সম্পর্কিত। সেখানে আমাদেরকে বৈদেশিক মুদ্রা পে করতে হয়। এখন আর সেটা করা লাগবে না। আমাদের বিদেশি নির্ভরতাও হ্রাস পাবে। আমরা নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করব, যাতে তথ্য কেউ না নিতে পারে। প্রতিটি মানুষের তথ্য যাতে সুরক্ষিত থাকে, সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা ক্যাশলেস সোসাইটি করতে চাই।’