Print Date & Time : 4 September 2025 Thursday 8:12 am

দেড় ঘণ্টায় চার কোম্পানি হল্টেড


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যেই বিক্রেতা উধাও হয়ে গেছে চার কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে : এক্্মি পেস্টিসাইডস, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড, এএফসি অ্যাগ্রো ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল লিমিটেড।
সূত্রমতে, আজ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এক্্মি পেস্টিসাইডসের স্ক্রিনে ৫২ লাখ ৮০ হাজার ৬৬৮ শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে এক কোটি সাত লাখ ৭১ হাজার ১৪১ শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময় এএফসি অ্যাগ্রো ও অ্যাক্টিভ ফাইনের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।